সিএসই ফান্ডামেন্টালস কোর্স
কম্পিউটার সায়েন্সের মূল বিষয়গুলো শিখে নাও বিশ্বসেরা দেশসেরা সব প্রোগ্রামার দের হাত ধরে
ব্যাচ ইনফরমেশন
আমাদের ব্যাচের টাইমলাইন
প্রিবুকিং শুরু
1 আগস্ট 2025
প্রিবুকিং শেষ
৪ আগস্ট
এনরোলমেন্ট শুরু
৫ আগস্ট
এনরোলমেন্ট শেষ
২৫ আগস্ট
ওরিয়েন্টেশন ক্লাস
২০ আগস্ট
তুমি যদি আগ্রহী হয়ে থাকো, আমাদের কম্পেটিটিভ প্রোগ্রামিং ও এন্ড্রয়েড এপ ডেভেলপমেন্ট ব্যাচ ভর্তি চলছে, এখনি ঘুরে দেখে আসতে পারো
এক নজরে আমাদের
CSE Fundamentals গ্রাজুয়েশন প্রোগ্রাম
জিরো থেকে হিরো
শূন্য থেকে প্রোগ্রামিং শিখিয়ে তোমাকে CSE Core কোর্স গুলোতে এক্সপার্ট করে তোলা হবে এখানে
BUET CSE Lecturer সহ টপ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি
ডেটা স্ট্রাকচার এলগরিদম থেকে শুরু করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সহ কোর কোর্সগুলো শিখব সেরা সব লেকচারার দের সাথে
কোর্স আনলকিং
নির্দিস্ট সময় পর পর কোর্স কন্টেন্ট গুলো আনলক হবে যেন ধাপে ধাপে শেখার একটা অভ্যাস তৈরি হয়
৩০+ ঘণ্টার ভিডিও কন্টেন্ট
আন্তর্জাতিক মান সম্মত স্টুডিও কোয়ালিটি রেকর্ডেড ভিডিও থাকবে এই প্রোগ্রামে
সাপ্তাহিক লাইভ ক্লাস
প্রতি সপ্তাহে ১ টি করে লাইভ ডাউট সলভ ও রিভিশন ক্লাস থাকবে
অ্যাসাইনমেন্ট
আমাদের নিজেদের বানানো অ্যাসাইনমেন্ট দেয়া হবে কোর্স চলাকালীন সময়ে
একাডেমিক সাপোর্ট
কোর্স চলাকালীন তোমাদের ইউনিভার্সিটি তে একাডেমিকালি যা যা হেল্প দরকার পড়ে প্রয়োজনে সেখানে সাপোর্ট দিবো আমরা
কোর্স র্যাংকিং
কোর্সে ভর্তি হওয়া তোমার সহপাঠীদের সাথে তোমার অবস্থান তুলনা করার জন্যে থাকবে র্যাংকিং

সিএসই ফান্ডামেন্টালস
এর পরিচিতি
কম্পিউটার সায়েন্সের মূল বিষয়গুলো হল প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ডাটাবেস, নেটওয়ার্কিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
CSE Fundamentals Graduation Program হলো বাংলাদেশের প্রতিটি CSE শিক্ষার্থীর জন্য এক অনন্য উদ্যোগ। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কারিকুলামের মান সমান নয়, যার ফলে অনেক মেধাবী শিক্ষার্থীও মানসম্পন্ন কম্পিউটার সায়েন্সের বেসিক শিখতে পারে না। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি নিম্নমানের ফ্যাকাল্টি থেকেও, টপ-লেভেল ইউনিভার্সিটির সমমানের ডিসক্রিট ম্যাথমেটিক্স, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং (C), অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং (C++ & Java), এবং ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদমস শিখতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শক্তপোক্ত একাডেমিক ভিত্তি গড়ে তুলতে পারবে, যা তাদের কম্পেটিটিভ প্রোগ্রামিং, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, এবং উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করবে।
সিএসই ফান্ডামেন্টালস এ কেনো যুক্ত হবে?
আজকের ডিজিটাল যুগে কম্পিউটার সায়েন্সের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট সহ বিভিন্ন ক্যারিয়ারে সিএসই ফান্ডামেন্টালসের প্রয়োজন।
নিজের বিশ্ববিদ্যালয় নয়, এখন শেখা যাবে দেশের সেরা বিশ্ববিদ্যালয়দের মতো
বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় — যেমন BUET-এর কনটেন্ট, টিচিং স্টাইল ও রিসোর্স এখন তোমার হাতের মুঠোয়। ইউনিভার্সিটি হোক যেকোনো, শিক্ষক হোক যেকোনো মানের — আমরা নিশ্চিত করি যেন সবার শেখা হয় দেশের সেরা মানে।
বাংলায় শেখা, তাই শেখা এখন সহজ ও গভীর
সব টপিক শেখানো হয় সহজ বাংলায়, ধাপে ধাপে। ক্লাসের জটিলতা, ইংরেজি টার্মের ভয় — সব ভুলে এখন নিজের ভাষায় বুঝে শিখে গড়ে তোল নিজেকে।
CSE পড়ালেখার জন্য ফুল একাডেমিক সাপোর্ট
তোমার ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী আমরা সাজিয়েছি প্রতিটি বিষয় — DSA, OOP, DB, SPL — সবকিছু! অ্যাসাইনমেন্ট, এক্সাম, কুইজ, বুঝতে না পারা ক্লাস — এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা নয়। নিজের মতো শিখো, দেশের সেরা শিক্ষকদের গাইডলাইনে।
কোর্স এবং ব্যাচ
ইনফরমেশন
SPL (Structured Programming Language – C Programming)
প্রোগ্রামিং জগতে প্রবেশ করতে একদম ব্যাসিক থেকে শুরু করো!
প্রোগ্রামিং শুরু করতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? তাহলে এই C প্রোগ্রামিং কোর্স তোমার জন্য পারফেক্ট! 🎯 এখানে তুমি শিখবে ডাটা টাইপ, লুপ, অ্যারে, পয়েন্টার, ফাংশন, ফাইল হ্যান্ডলিং থেকে শুরু করে iGraphics প্রজেক্ট পর্যন্ত— মানে একেবারে জিরো থেকে হিরো। এই কোর্স শেষে তুমি প্রোগ্রামিং-এ কনফিডেন্ট আর ডিএসএ বা CP-এর জন্য রেডি।
প্রোগ্রামিং জার্নি শুরু করো একদম শূন্য থেকে
প্রোগ্রামিং শিখতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না?
ফ্রি ইউটিউব দেখে হাফ-নলেজ নিয়ে কনফিউসড হয়ে যাচ্ছো?
একবারেই স্টেপ-বাই-স্টেপ গাইডলাইন চাও?
Data Structures & Algorithms I
Become a Problem Solving Pro
DSA হলো কম্পিউটার সায়েন্সের হার্ট। এখানে তুমি শিখবে অ্যারে, লিঙ্কড লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি, গ্রাফ, হিপ, হ্যাশিং আর সোর্টিং-সার্চিং অ্যালগরিদম। এই কোর্স শেষে তুমি হবে প্রবলেম সলভিং মাস্টার আর CP ও টেকনিক্যাল ইন্টারভিউতে দাপট দেখাবে। ⚡
অবশিষ্ট সময়
তারাতারি কর
00
দিন
00
ঘন্টা
00
মিনিট
প্রবলেম সলভিং-এ বস হতে চাইলে DSA-ই তোমার লাইফলাইন!
প্রোগ্রামিং জানো কিন্তু প্রবলেম সলভ করতে পারছো না?
CP বা টেকনিক্যাল ইন্টারভিউতে স্টাক হয়ে যাচ্ছো বারবার?
নিজের DSA বেস একদম লোহার মতো শক্ত করতে চাও?
Object-Oriented Programming (C++ & Java)
Learn OOP and Start Building Real Software
তুমি যদি রিয়েল সফটওয়্যার বানানোর স্বপ্ন দেখো, তাহলে এই কোর্স মিস কোরো না। এখানে শিখবে C++ এবং Java দিয়ে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ফাইল হ্যান্ডলিং, মাল্টিথ্রেডিং, নেটওয়ার্কিং। কোর্স শেষে তুমি হবে একজন ইন্ডাস্ট্রি-রেডি ডেভেলপার। 💻🔥
অবশিষ্ট সময়
তারাতারি কর
00
দিন
00
ঘন্টা
00
মিনিট
রিয়েল-ওয়ার্ল্ড সফটওয়্যার বানানোর জন্য OOP-এ মাস্টারি করো!
OOP নাম শুনেছ কিন্তু মাথায় কিছুই ঢুকছে না?
প্রজেক্ট বানাতে গেলে কোড অর্গানাইজ করতে পারছো না?
সফটওয়্যার বা অ্যাপ বানিয়ে ইন্টারভিউ ক্র্যাক করতে চাও?
Discrete Mathematics
Master Logical Thinking & Build Your CSE Foundation
ডিসক্রিট ম্যাথমেটিক্স তোমার লজিকাল থিংকিং আর অ্যালগরিদমের বেস শক্ত করবে। তুমি এখানে শিখবে সেট, রিলেশন, ফাংশন, কম্বিনেটরিক্স, গ্রাফ থিওরি আর প্রোবাবিলিটি— যা তোমাকে CP, AI, ক্রিপ্টোগ্রাফি আর ইউনিভার্সিটি কোর্সে এগিয়ে রাখবে। এখনই শুরু করো, নিজের গাণিতিক মস্তিষ্ক আপগ্রেড করো। 💪
কম্পিউটার সায়েন্সের আসল মস্তিষ্ক তৈরি করো ডিসক্রিট ম্যাথমেটিক্স দিয়ে!
CSE তে ভর্তি হয়েছ কিন্তু গাণিতিক বেস দুর্বল?
অ্যালগরিদম শিখতে গিয়ে বারবার কনফিউশনে পড়ো?
প্রোগ্রামিং বা AI তে যেতে চাও কিন্তু মাথায় লজিক আসে না?
CSE নিয়ে পড়াশুনা না করলেও CSE তে শিফট করতে চাচ্ছো?
আমাদের উদ্যেশ্য কি
CSE Fundamentals Graduation Program এর উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রতিটি CSE শিক্ষার্থীকে টপ ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডের কোয়ালিটি এডুকেশন পৌঁছে দেওয়া। যে বিশ্ববিদ্যালয়েই পড়ো না কেন, তুমি পাবে সেরা কারিকুলাম, সেরা ইন্সট্রাক্টর, আর সেরা রিসোর্স, যাতে তুমি হতে পারো আত্মবিশ্বাসী, প্র্যাকটিক্যালি স্কিল্ড, আর প্রোবলেম সলভিংয়ে এক্সপার্ট একজন প্রকৃত CSE গ্র্যাজুয়েট।
বাংলাদেশে আজ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে CSE পড়ানো হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটি বা লো-কোয়ালিটি ফ্যাকাল্টি শিক্ষার্থীদের স্ট্যান্ডার্ড কোয়ালিটির এডুকেশন দিতে পারছে না। ফলাফল হলো, অনেক CSE গ্র্যাজুয়েট চাকরির বাজারে টিকে থাকতে পারছে না, তাদের মধ্যে প্রবলেম সলভিং, প্র্যাকটিক্যাল স্কিল এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়। অন্যদিকে, টপ পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সীমিত এবং টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আবার অনেক ব্যয়বহুল, ফলে দেশের বিশাল একটি অংশের মেধাবী শিক্ষার্থী কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত হয়। তারপরেও যারা পড়ছে, তাদের রেকর্ডেড অনলাইন ক্লাস নেই, রিভিশন সাপোর্ট নেই, আর অ্যাকাডেমিক ইভ্যালুয়েশনও অনেক দুর্বল। এই বাস্তবতা থেকে আমরা শুরু করেছি CSE Fundamentals Graduation Program— যেখানে তুমি পাবা টপ ইউনিভার্সিটি লেভেলের কারিকুলাম, BUET এবং BRAC এর লেকচারার এবং টপার ইন্সট্রাক্টর, কোয়ালিটি ভিডিও কনটেন্ট, কুইজ, অ্যাসাইনমেন্ট আর রিভিশন সাপোর্ট। আমাদের লক্ষ্য হলো, দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও যেন টপ স্ট্যান্ডার্ড এডুকেশন, প্র্যাকটিক্যাল স্কিল এবং কনফিডেন্স নিয়ে একজন আসল ইঞ্জিনিয়ার হিসেবে গ্র্যাজুয়েট করতে পারে। আমরা চাই না তুমি শুধু সার্টিফিকেটধারী গ্র্যাজুয়েট হও, আমরা চাই তুমি থিঙ্ক করো, সলভ করো, আর ক্রিয়েট করো। এটাই আমাদের মিশন— বাংলাদেশের প্রতিটি CSE শিক্ষার্থীর কাছে সেরা কোয়ালিটি এডুকেশন পৌঁছে দেওয়া।
কোর্সটি কীভাবে কাজ করবে
আমরা যেভাবে তোমাদের পাশে থাকব
1
তুমি পাবে চারটা টপ-লেভেল CSE কোর্স—DM, SPL, OOP, আর DSA!
প্রতিটা কোর্সের জন্য থাকবে আলাদা কনটেন্ট, রেকর্ডেড ক্লাস, কুইজ আর অ্যাসাইনমেন্ট, যাতে তুমি এক এক করে সব ফান্ডামেন্টাল মাস্টারি করতে পারো।
2
কোন দিনে কোন কনটেন্ট রিলিজ হচ্ছে—সব থাকবে এক জায়গায়!
প্রতিটি স্টুডেন্ট সেন্ট্রাল গ্রুপে যুক্ত থাকবে, যেখানে ক্লাস, চ্যাপ্টার, কুইজ আর কনটেন্ট রিলিজ শিডিউল আগেই জানিয়ে দেওয়া হবে।
3
প্রশ্ন থাকবে না মনে—লাইভে এসে ডাউট ক্লিয়ার করো!
প্রতিটা সপ্তাহে থাকবে ১টা করে লাইভ রিভিশন + ডাউট সলভ সেশন, যেখানে তুমি সরাসরি ইনস্ট্রাক্টরের সাথে প্রশ্ন করতে পারবে।
4
সব কনটেন্ট হাতের নাগালে—২৪/৭ এক্সেস!
রেকর্ডেড ভিডিও, কুইজ আর অ্যাসাইনমেন্ট সব ওয়েবসাইটে লিস্টেড থাকবে, যা তুমি নিজের টাইমে রিভিশন করতে পারবে।
5
প্র্যাকটিস ছাড়া স্কিল আসে না—তাই রেগুলার সাবমিট করো!
কিছু হ্যান্ডস-অন অ্যাসাইনমেন্ট ওয়েবসাইটে দেওয়া থাকবে, যেগুলো সাবমিট করলে তুমি প্র্যাকটিক্যাল স্কিল গড়ে তুলতে পারবে।
6
র্যাঙ্কিং দিয়ে বুঝে নাও তুমি কোথায় দাঁড়িয়ে!
প্রতিটি কোর্সে থাকবে র্যাঙ্কিং সিস্টেম, আর কোর্স শেষে ফাইনাল এক্সাম। এতে তোমার প্রগ্রেস আর রিয়েল স্কিল স্পষ্ট হবে।
7
শেষ ধাপ, যেখানে তুমি প্রমাণ করবে নিজের স্কিল!
প্রতিটি কোর্স শেষে থাকবে ফাইনাল এক্সাম, যা তোমার শেখা স্কিল ও জ্ঞানের চূড়ান্ত পরীক্ষা নেবে।
8
হও একজন রেডি-টু-হায়ার CSE গ্র্যাজুয়েট!
সব কোর্স কমপ্লিট ও ফাইনাল এক্সাম পাস করলে তুমি পাবে অফিসিয়াল সার্টিফিকেট ও গ্রাজুয়েশন ব্যাজ।
কোর্স ইন্সট্রাক্টর
দেখে নাও আমাদের সেরা প্যানেল

Farhan Feroz Aushi
Program Owner and Instructor at CoderVai
Lecturer at Brac University
5 years of teaching experience in BRAC University
Graduated from BUET (2021)
Former programming instructor at IUT, Gazipur
Designed and taught Problem Solving and Competitive Programming course at Universities
Expert in curriculum design for CSE programs
Deep passion for teaching and student mentorship

Instructor, Problem Setter, Moderator at CoderVai
Hey, I am Sohaib and I will be your instructor in this course. I am currently working as a Lecturer in CSE @ BRAC University. I am involved in Competitive Programming for the past 5 years. I am also researching algorithms for Bio Informatics.
Lecturer at BRAC University
Lecturer at BUET CSE
Competitive Programming Trainer at CSE BUET
BUET CSE'18

Anwarul Bashir Shuaib
Instructor, Course Designer and Moderator at CoderVai
Hi, I am Shuaib Ahmed,BUET CSE Lecturer and Enthusiastic Teacher.
Lecturer at CSE, BUET
1st Runner Up in Robi Datathon 3.0
BUET CSE'18

Suhash Abdullah
Instructor, Problem Setter, Moderator at CoderVai
Hey, I am Sohaib and I will be your instructor in this course. I am currently studying CSE in BUET.
Expert in Algorithms, Software Development, DL
BUET CSE'20

Promi
Tester, Content Creator at CoderVai
Hi, I'm Rudro Debnath, a 4th year undergraduate student at BU. I am interested in Competitive Programming, web development and Machine Learning.
National Camper and Team Selection Test participant, BdMO
Academic Team Member, BdMO
Best Student Award winner, National Education Week 2019
President, BWCSE club
BUET CSE’20

Md Zim Mim Siddiqee Sowdha
Content Creator at CoderVai
Hi, I'm Sowdha, a 4th year undergraduate student at dept. of CSE, BUET.
Bronze Medalist, ICO 2021
Bronze Medalist, GeCAA 2020
National Camper and Team Selection Test participant, BdMO
Academic Team Member, BdMO
CTF player and Competitive Programmer
BUET CSE’20

Gourob Biswas
Instructor, Content Maker at CoderVai
Hi, I'm Gourab, a 4th year undergrad student at department of CSE,BUET. I'm interested in Competitive Programming, full stack development and Machine Learning.
National Camper, BdPhO
Academic Team Member, BdMO
CTF player
BUET CSE'20

Founders
The Team behind this Initiative
সচরাচর জানতে চাও প্রশ্নের উত্তর
এটি বাংলাদেশের সকল CSE শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা একটি ৪-কোর্সের গ্রাজুয়েশন প্রোগ্রাম। এখানে তুমি শিখবে Discrete Mathematics, SPL (C Programming), OOP (C++ & Java) এবং DSA (Data Structures & Algorithms)। প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে যাতে যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টপ ইউনিভার্সিটি লেভেলের কোয়ালিটি এডুকেশন পায়।
এই প্রোগ্রামটি বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের CSE শিক্ষার্থীর জন্য। বিশেষ করে যাদের বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি ফ্যাকাল্টি বা ভালো গাইডলাইন নেই, যারা ফার্স্ট ইয়ার থেকে শক্ত ভিত্তি গড়তে চায়, এবং যারা ভবিষ্যতে চাকরি, কম্পেটিটিভ প্রোগ্রামিং বা হায়ার স্টাডিতে এক্সেল করতে চায়, তাদের জন্য এই প্রোগ্রাম আদর্শ।
প্রোগ্রামটি হাইব্রিড ফরম্যাটে চলবে। প্রতিটি কোর্সের জন্য থাকবে রেকর্ডেড ভিডিও, কুইজ ও অ্যাসাইনমেন্ট। প্রতি সপ্তাহে ১টি লাইভ রিভিশন ও ডাউট সলভ ক্লাস হবে। সমস্ত কনটেন্ট ও রিসোর্স ওয়েবসাইটে লিস্টেড থাকবে, আর সেন্ট্রাল গ্রুপে শিডিউল ও আপডেট দেওয়া হবে।
হ্যাঁ, অবশ্যই পারবে। প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তুমি শূন্য থেকে শুরু করলেও ধাপে ধাপে শিখে নিতে পারো। SPL (C Programming) কোর্স থেকেই শুরু করে ধীরে ধীরে DSA ও OOP-এ পৌঁছে যাবে।
এই প্রোগ্রাম শুধু বেসিক নয়, ডিএসএ, প্রবলেম সলভিং, OOP এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট কাভার করে। তাই যারা CP বা অ্যাডভান্স লেভেলে যেতে চায় বা ইন্টারভিউ ও ইন্ডাস্ট্রি স্কিল বাড়াতে চায়, তাদের জন্যও এটি খুব উপকারী।
প্রতিটি কনটেন্টের নিচে থাকবে ডিসকাশন সেকশন যেখানে প্রশ্ন করতে পারবে। এছাড়াও সাপ্তাহিক লাইভ সেশনে সরাসরি প্রশ্ন করতে পারবে। সাথে ফেসবুক কমিউনিটি ও আমাদের টিম সবসময় সাপোর্ট দেবে।
পুরো প্রোগ্রামের কনটেন্ট ১ বছর পর্যন্ত এক্সেসযোগ্য থাকবে। তাই তুমি নিজের সুবিধামতো সময়ে রেকর্ডেড ভিডিও, কুইজ ও অ্যাসাইনমেন্ট রিভিশন করতে পারবে।
হ্যাঁ, প্রতিটি কোর্স সফলভাবে শেষ করে ফাইনাল এক্সাম পাস করলে তুমি পাবে অফিসিয়াল কমপ্লিশন সার্টিফিকেট ও গ্রাজুয়েশন ব্যাজ, যা রেজুমে ও LinkedIn-এ যোগ করতে পারবে।
না, এই প্রোগ্রামের এক্সেস সম্পূর্ণ ব্যক্তিগত। অন্যের সাথে শেয়ার করলে একাউন্ট বন্ধ হয়ে যাবে এবং কোর্স এক্সেসও বাতিল হবে।
প্রোগ্রামটি শেষ করলে তোমার ফান্ডামেন্টাল শক্ত হবে, প্রবলেম সলভিং হ্যাবিট তৈরি হবে, আর আত্মবিশ্বাস আসবে। এরপর তুমি নিয়মিত অনলাইন কনটেস্ট, প্র্যাকটিক্যাল প্রোজেক্ট ও ইন্টার্নশিপে এগিয়ে যেতে পারবে।


তোমার কোডিং পার্টনার
প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এর হাতেখড়ি হোক এখন থেকেই
বিশ্বসেরা সব প্রোগ্রামারদের হাত ধরে
H-123, Nurer Chaya, Ashkona Haji
Camp Dakhin Khan, Dhaka,
Bangladesh
Trade License: TRAD/DNCC/022261/2023
© Copyright 2025, All Rights Reserved by CoderVai